চৌহালী প্রতিনিধি: ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা এই প্রতিপাদ্যে জাটকা মাছ রক্ষায় অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩০/০৩/২৪ খ্রিঃ টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবু্ব হাসান এর নির্দশনায়, চৌহালী নৌপুলিশের সহযোগীতায় অভিযান পরিচালিত করা হয়।
উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে জাটকা সংরক্ষণে বিশেষ অভিযানে ৩০০০(তিন হাজার)মিটার করেন্টজাল, ১০০০(এক হাজার মিটার) কোনা জাল, ৫০০(পাঁচশত) মিটার মশারী জাল,০৫(পাঁচ) কেজি জাটকা জব্দ ও প্রবাহমান নদীতে স্থাপিত ০৩টি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়।
জব্দকৃত জাটকা স্থানীয় দুস্থদের ও এতিমদের মাঝে বিতরণ ও জাল জোতপাড়া ঘাটে জনস্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাতীয় মাছ ইলিশের অধিক উৎপাদনে জাটকা রক্ষায় নিয়মিত অভিযান জনস্বার্থে চলমান থাকবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।