শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ‘র নবযাত্রায় সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

কুলেন্দু শেখর দাস
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

মুক্ত চিন্তার দূরন্ত প্রকাশ জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রায় সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের রমিজ বিপনীস্থ মোহনা টেলিভিশনের অফিস কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভি ও দৈনিক রূপালী বাংলাদেশের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,ইউএনবির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী,প্রবীন সাংবাদিক রেজাউল করিম,ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ,দৈনিক আমার বার্তার প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, মাই টিভির প্রতিনিধি মোঃ আবু হানিফ,দৈনিক আই বার্তার প্রতিনিধি মোশাহিদ আহমদ,গেøাবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান,এশিয়ান টিভির প্রতিনিধি এনামুল কবির মুন্না,বিজয় টিভির প্রতিনিধি আলাউর রহমান,প্রবাসী আতিকুর রহমান,সাপ্তাহিক সুনামগঞ্জের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক শফিউল আলম,দৈনিক সুনামগঞ্জ সময়ের বিশেষ প্রতিনিধি নুর আহমদ,কলেজ স্টুডেন্ট মিঠুন দাস,বর্তমান সময়ের স্টাফ রিপোর্টার আক্তার হোসেন ও একুশে টিভির ক্যামেরাপার্সন হৃদয় হোসেন,ইফতিয়াখ সুমন,শাওন রায় প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন,মুক্তচিন্তার দূরন্ত প্রকাশ এই শ্লোগান নিয়ে ভাই ভাই গপের একটি প্রতিষ্ঠান দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকাটির শুভক্ষণে সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসকে জেলা প্রতিনিধির দায়িত্ব দেয়াতে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং পত্রিকাটি হাওরের জেলার অসহায় ও দুখী মানুষগুলোর সুখদুঃখের কথা গুরুত্ব সহকারে তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656