শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের সূচি চূড়ান্তের পথে

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : জুলাই সনদ নিয়ে জটিলতা কেটে যাওয়ার পর আবারও গতি ফিরেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে।

নির্বাচন কমিশন (ইসি) ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, আগামী ৭ ডিসেম্বর তফসিল ঘোষণা এবং ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ এখন প্রায় নিশ্চিত।

প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে, ইসি ভোট আয়োজনের জন্য ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি—এই তিনটি সম্ভাব্য তারিখ পাঠিয়েছে। তবে ৭ ফেব্রুয়ারি শনিবার এবং ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার হওয়ায় আলোচনায় জোর পেয়েছে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দিন নির্ধারণে আবহাওয়া প্রতিবেদনও বিবেচনায় নেওয়া হয়েছে।

সূত্র বলছে, মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে নির্বাচনের প্রস্তুতি, দলগুলোর মতামত ও মাঠপর্যায়ের পরিস্থিতি তুলে ধরা হবে। ওই বৈঠকেই ভোটের তারিখ মূলত চূড়ান্ত হবে।

পদ্ধতি অনুযায়ী ৬০ দিন আগে তফসিল ঘোষণার বিধান থাকায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ ডিসেম্বরই আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন সিইসি।

এর আগে প্রাথমিকভাবে ১২ ফেব্রুয়ারি নির্বাচন করার প্রস্তুতি ছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু রমজানের আগে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা বিবেচনায় ভোট এক সপ্তাহ এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত নয়। ৩ ডিসেম্বর নিয়ে আলোচনা ছিল, তবে প্রয়োজনে তা দু-এক দিন এদিক–সেদিক হতে পারে।”

ইসির এক কমিশনার জানান, রাজনৈতিক দলগুলো দ্রুত তফসিল ঘোষণার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, “রোববার কমিশন বৈঠকে বসবে। এরপর সংলাপ শেষ হলে তফসিলের তারিখ গণমাধ্যমকে জানানো হবে।”

ইসির মাঠপর্যায়ের প্রস্তুতিও প্রায় শেষ। ভোটকেন্দ্র তালিকা, কর্মকর্তাদের নাম, নিরাপত্তা ব্যবস্থা—সবই কার্যত প্রস্তুত। শুধু তারিখ ঘোষণার অপেক্ষা।

সব মিলিয়ে, দেশের রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা—৭ ডিসেম্বর তফসিল, আর ৫ ফেব্রুয়ারি ভোট—এই নির্ধারিত সময়কেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সূচি ধরে নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656