শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,কুষ্টিয়া ইউনিটের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি। 

বাংলাদেশ বার কাউন্সিলের ২৫-০৫-২০২২ ইং তারিখের নির্বাচনকে কেন্দ্র করে গত ১৮-০৫-২২ তারিখে আওয়ামী আইনজীবী নামধারী কতিপয় সন্ত্রাসী কর্তৃক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডঃ হাফিজুল ইসলাম মুনীর এর সঙ্গে অপমান জনক আচরণ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ এ্যাডঃ এস এম শাতিল মাহমুদ কে লাহ্নিত করার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা আইনজীবী সমিতি চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা আইনজীবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানব বন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ শামীমুল হাসান অপু, ফোরাম নেতা ও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল ওয়াদুদ মিঞা, ফোরাম নেতা ও কুষ্টিয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আলহাজ্ব আব্দুল মজিদ,ফোরাম নেতা এ্যাডঃ খোন্দকার সিরাজুল ইসলাম। নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নতুবা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ হাফিজুল ইসলাম মুনীর, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ এ্যাডঃ শাতিল মাহমুদ, ফোরাম নেতা এ্যাড” হাসিনা মাহমুদা সিদ্দিকা, এ্যাডঃ আজমল হোসেন,এ্যাডঃ মাহমুদুল হক চঞ্চল,এ্যাডঃ আব্দুল মজিদ মোল্লা ,এ্যাডঃ সাইফুল ইসলাম দীপু, এ্যাডঃ এম এ জি মাহমুদ মন্টু, এ্যাডঃ বদিউজ্জামান, এ্যাডঃ আবুল হাশিম, এ্যাডঃ হাসানুল বান্না, আইনজীবী সমিতির নির্বাচিত লাইব্রেরী সম্পাদক এ্যাডঃ আব্দুস সাত্তার, এ্যাডঃ হাসান রাজ্জাক রাজু, এ্যাডঃ দীপু, আইনজীবী সমিতির নির্বাচিত জুনিয়র সদস্য এ্যাডঃ জমিরন নেছা,এ্যাডঃ আশরাফুল রেজা শিমুল, এ্যাডঃ নাজিম উদ্দীন, এ্যাডঃ আব্দুর রাজ্জাক, এ্যাডঃ আবুল হাশিম বাদশা, এ্যাডঃ তরিকুল ইসলাম সাগর,এ্যাডঃ রবিউল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা দোষীদের নায্য বিচারের দাবি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656