
মাগুরা জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে সাফ ফুটবল এ বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দেয়া এবং বাংলাদেশ মহিলা ফুটবল দলের গর্বিত সদস্য মাগুরার দুই কৃতি সন্তান সাথি বিশ্বাস, ও ইতি রাণীকে অভিনন্দন জানিয়েছে মাগুরার জেলা প্রশাসক ড, আশরাফুল আলম।
এছাড়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান লাজুক। আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাব মাগুরা শাখার সভাপতি সৈয়দ মাহবুব আলী মিল্টন, সম্পাদক শরিফুল ইসলাম, প্রধান উপদেষ্টা সৈয়দ রফিকুল ইসলাম তুষারসহ ক্রীড়ামোদী সকল শ্রেনী পেশার জনগন। সাথী আর ইতি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গোয়ালদা গ্রামের মেয়ে। তাদের গ্রামে চলছে আনন্দের বণ্যা। তাদের অভ্রর্তনা জানাতে চলছে প্রস্তুতি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।