শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় কুষ্টিয়া নির্বাচন অফিসের সাবেক পিয়ন শ্রীঘরে,,হাওড় বার্তা 

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৮৪৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি 

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া নির্বাচন অফিসের সাবেক পিয়ন আনিসুর রহমান আনিসকে কারাগারে প্রেরণ করেছেন কুষ্টিয়া আদালত। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে পাবনা থেকে গ্রেফতার করে কুষ্টিয়া আনে। শুক্রবার দুপুর ১২টায় ১৬৪ধারায় স্বীকারোক্তি দেয়ায় জেলহাজতে প্রেরণের আদেশ দেন কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের বিচারক।

সম্পত্তি আত্মসাৎ করতে কুষ্টিয়া শহরে কুষ্টিয়া শহরের বাসিন্দা এম এম এ ওয়াদুদ ও তাঁর পরিবারের সদস্যদের নাম ও তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন একটি চক্র। তদন্তে প্রমাণ হওয়ায় জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে এক উপসচিবসহ পাঁচজন নির্বাচনি কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। গেল ৪ মার্চ কুষ্টিয়া মডেল থানায় এই মামলা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।

ওই সময় কুষ্টিয়া নির্বাচন অফিসের পিয়নের দায়িত্বে থাকা আনিসুর রহমান আনিসের সম্পৃক্ত থাকার প্রমান পায় মামলার তদন্তকারি সংস্থা সিআইডি। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবুল হোসেন বলেন, এরপরই আনিসকে পাবনা থেকে গ্রেফতার করা হয়। তিনি পাবনা নির্বাচন অফিসে পিয়ন পদে কর্মরত ছিলেন। জবানবন্দীতে নিজে এবং অন্যদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656