
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) এর সাবেক সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু অসুস্থ অবস্থায় ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়য়েছেন।
অসুস্থ জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র রুগমুক্তি কামনায়, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য, লন্ডন টাওয়ার হেমলেন্টস এর সাবেক কাউন্সিার, লন্ডন মহানগর জাপার সহ-সভাপতি, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিনের উদ্যোগে এক দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার আছরের নামাজ শেষে ভুইগাঁও পশ্চিম পাড়া শেওলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এবং জাতুয়া ছৈদ আলী জামে মসজিদে দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দো‘আ মাহফিলে উপস্থিত ছিলেন- সাবেক মেম্বার ছালিক মিয়া, হাজী আছমত আলী, শেখ ফরিদ, গোলাম মোস্তাফা, আব্দুল মনাফ, আজিজুর রহমান, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাসান আহমদ, মহিম উদ্দিন, ছাদিকুর রহমান, সুলেমান, আসিক উদ্দীন প্রমুখ।
দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন, ভুইগাঁও পশ্চিম পাড়া শেওলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবু জাফর মোহাম্মদ নোমান।##
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।