
জামালগঞ্জ বিশেষ প্রতিনিধি
নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গণটিকাদান কর্মসূচি ঘোষণার সময় এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানো হয়েছিল। তবে, বর্তমানে সেই সংখ্যা কমিয়ে ৩২ লাখে নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও এর আগে বলা হয়েছিল, ১৮ বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে।
তবে ছয় দিনব্যাপী বর্তমান কর্মসূচিতে ২৫ বছর এবং এর বেশি বয়সীরা টিকা পাবেন বলে জানানো হয়েছে। আজ সারাদিন ফেনারবাঁক ইউনিয়নে চৌদ্দ'শ টিকা দেওয়া হয়। ফেনারবাঁক ইউনিয়ন পরিষদে টিকাদান চলে সাতশো,
এইসময় উপস্থিত ছিলেন ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়, স্হানীয় জনপ্রতিনিধি মোশাররফ হোসেন বলেন প্রধানমন্ত্রীর গনটিকাদান সুন্দর ভাবে চলছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, টিকাদান কর্মসূচির ভলান্টিয়ার জিয়াউল করিম চৌধুরী পেটন বলেন আমাদের ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের টিকাদান চলছে এবং আমরা সেচ্ছাসেবী হিসেবে সেচ্ছায় শ্রম দিচ্ছি এই আরও বিভিন্ন স্বাস্থ্য কর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।