বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখা থানার বর্ণি গুদাম বাজারে জামাত-শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিবির কর্মী শাহরিয়ার আহমেদ গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে শাহরিয়ারের হাত ভেঙে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। এতে শাহরিয়ার আহমেদ গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে বড়লেখা সরকারি হসপিটালে নেয়া হয়, হসপিটাল কতৃপক্ষ অবস্থা খারাপ দেখে সিলেট ট্রাস্ট মেডিকেল সার্ভিসেসে হস্তান্তর করে দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় জনগণ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজনৈতিক সহিংসতা এ অঞ্চলে নতুন নয়। এর আগেও এমন সংঘর্ষে উভয় পক্ষের বহু কর্মী আহত হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।