জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জে বিএনপি'র লিফলেট বিতরণ ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
বিদ্যুৎ,গ্যাস, চাল, ডাল, তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও স্যার, ডিজেল সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল পর্যায়ের নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১ টায় একযোগে জামালগঞ্জ উপজেলার, জামালগঞ্জ সদর ইউনিয়ন, বেহেলী ইউনিয়ন, ফেনারবাঁক ইউনিয়ন, সাচনা বাজার ইউনিয়ন, উত্তর ইউনিয়ন ও ভিমখালী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ইউনিয়ন বিএনপি উদ্যোগে এই কর্মসূচি পালন করেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জেলা থেকে দায়িত্ব প্রাপ্ত (জামালগঞ্জ উপজেলার) টিম লিডার সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আনিসুল হক ও সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন এই কর্মসূচি সফল করতে পদযাত্রায় অংশগ্রহণ করেন।
সাচনা বাজারে, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ মিয়া তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহব্বায়ক মাসুক মিয়া তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ফখরুল হাসান। জামালগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো: শাহজাহান মিয়া, বিএনপির নেতা মাসুম মাহমুদ তালুকদার, কৃষক দলের আহব্বায়ক মোবারক হোসেন তালুকদার,
ফেনারবাক ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, ফেনারবাঁক ইউনিয়ন যুবদল সভাপতি মাসুদ মিয়া ও নেতাকর্মীবৃন্দ, উত্তর ইউনিয়নে সাবেক সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, আজিম উদ্দিন তালুকদার প্রমুখ ও ভীমখালী ইউনিয়নের বিএনপি নেতা ফরিদ মিয়া তালুকদার, সাবেক ইউপি সদস্য মোঃ আবু সায়েম, মফিজুর রহমানসহ ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।