


জামালগঞ্জ বিশেষ প্রতিনিধি।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুরে সামাজিক সংগঠন কাশীপুর ভিক্টর যুব সংঘের উদ্যোগে রোববার সকালে দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
জামালগঞ্জ সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মুহাম্মদ আঁবতাহিনুর খান উদয়ের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট দিলওয়ার হোসেন বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক,ফেরদৌসী আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান।
এসময় শতাধিক স্কুল ছাত্র৷-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জানা যায় যে, প্রতিজন ছাত্র-ছাত্রীকে ১০টি খাতা,৫টি কলম,একটি স্কেল ও ১টি ফাইল দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকার গন্যমান্যব্যক্তি সহ সংগঠনের সকল সদস্যগন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

