শহিদুল ইসলাম রেদুয়ান: জামালগঞ্জে উপজেলা যুব ফোরামের আয়োজনে ও প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে আমরা যুবরা’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই অক্টোবর) বিকাল ১২ঘটিকায় উপজেলার বেহলী ইউনিয়নের কান্দার হাঁটি গ্রামে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য হাফসা আক্তারের সভাপতিত্বে ও জামালগঞ্জ উপজেলা যুব ফোরামের আহব্বায়ক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন -এর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল কাদির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরিয়ম বেগম,আছমা বেগম,জেনাকি বেগম প্রমুখ।
আলোচনা সভায় ও র্যালিতে জামালগঞ্জ যুব ফোরামের সদস্য - মারুফ আহমেদ,শরীফ মিয়া,স্বপ্না আক্তার,আরমিন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন
সভায় বক্তরা আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহব্বান করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।