শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

জামালগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জে জমায়াতে ইসলামী পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।

জামালগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ হেলিপেড মাঠ থেকে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিভার ভিউ পার্কে সক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি মোঃ হাবিবুর রহমন’র সভাপতিত্ব ও নায়বে আমীর মোঃ ফখল আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সম্পাদক নূরুল ইসলাম, জেলা জামায়াতের শূরা সদস্য মাওঃ হাবিবুর রহমান, উপজেলা ছাত্র শিবির সভাপতি আ.জ.ম. ওবায়দুল্লাহ। উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী তোফাজ্জুল হক, সহকারী সেক্রেটারী আব্দুল মুহিত, সদর ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান, সাচনাবাজার ইউনিয়ন আমীর আতিকুল হক, ভীমখালী ইউনিয়ন সভাপতি হাফিজ সাইফুল ইসলাম, খায়রুল কবীর চৌধুরী, যুব জামায়াতে সভাপতি আবু তাহের মিছবা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি মানুষের শান্তির রাজনীতিতে বিশ্বাসী। দুর্নীতি লুটপাট চাঁদাবাজি, খুন-গুম ধর্ষণের বিরুদ্ধে সোচ্ছার। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা লুটপাট করে দুর্নীতি করে ফ্যাসিস্টরা বিদেশে পালিয়ে বেগম পাড়া বানিয়েছে। তারা পালিয়েও সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে অপকর্ম থেকেও বিরত থাকছেনা।

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে সাথে নিয়ে জামায়াত কাজ করবর। যারা জামায়াতকে রাজাকার ট্যাগ দিয়েছে সেই পতিত ফ্যাসীবাদ আওয়ামী সরকারের আমলে রাজাকারে যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকায় ফ্যাসিস্ট আওয়ামী দলের বড় বড় নেতাদের নামই রাজাকারের তালিকায় এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি সবসময় দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল ফ্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত  করতে হবে, দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি কে নিষিদ্ধকরণ, জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের ও শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, আমাদের বন্ধু প্রতীম সংগঠন কে বলি, ফ্যাসিস্টের মত আচরণ না করে দেশের মানুষের কল্যানে কাজ করার  প্রতিযোগীতা করুন।

বিক্ষোভ ও সমাবেশে দলীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংঘটনের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অংশনেন।

##

তৌহিদ চৌধুরী প্রদীপ

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656