


নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকানা হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে একজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওড়ে এ ঘটনা ঘটেছে। মানিক মিয়া ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর নতুনপাড়ার (হকিয়ার ডকি) গ্রামের মরহুম হুসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া তার ছেলেকে নিয়ে পাকনা হাওরে বোরো ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আশপাশের স্থানীয়রা তার লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে। সাথে থাকা তার ছেলে একটু দূরে থাকায় ওই শিশু সুস্থ রয়েছে বলে জানান কয়েকজন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাকনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে পতিত হলে ঘটনাস্থলে মানিক মিয়া নামে এক শ্রমিক নিহত হন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

