শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

জামালগঞ্জে নদীতে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা ও রক্তি নদীতে বিআইডব্লিউটিএ এর নামে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে নৌ-শ্রমিকরা।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের পাশে সুরমা নদীর তীরে বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন জামালগঞ্জ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি নূর আহমদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক প্রমূখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জের সুরমা,যাদুকাটা, রক্তি ও বৌলাই নদীতে বিআইডব্লিউটিএ ও উপজেলা ইজারার নামে-বেনামে চাঁদাবাজি করছে একটি চক্র। এই চাঁদাবাজ চক্র প্রতিনিয়ত বাল্ক হেড থেকে নিয়মবহির্ভূত চাঁদা আদায় করছে। জেলার এই সব নদীর অনেকটি স্পটে চাঁদাবাজদের দৌরাত্মে বাল্কহেড এর শ্রমিকরা অতিষ্ঠ। চাঁদা দিতে অনীহা ও বিলম্ব করলে শুরু হয় তাদের উপর অত্যাচারের  স্টিমরোলার। নিয়ে যাওয়া হয় শ্রমিকের মোবাইল ও বাল্কহেড এ থাকা লোকদের রান্না করা হাঁড়ি পাতিল সহ আসবাবপত্র। এই সকল নির্যাতন ও নিপীড়ন নিত্য দিনের ঘটনা। তারা মানববন্ধনে আরো বলেন, অতীতের সকল অত্যাচারের কাহিনী জনগন ও জনপ্রতিনিধিরা জানে।এইসব কর্মকান্ডের অভিযোগ উপজেলা ও জেলা প্রশাসনের কাছে কাছে লিখিত দিলেও কোন সুরাহা হয়নি।

বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় হলেও চাঁদাবাজদের বিদায় হয় নাই, বেড়েছে আরো দৌরাত্ম। চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশের ভূমিকা প্রশ্ন বিদ্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নৌ-শ্রমিকরা। মানববন্ধনে বক্তারা আরো বলেন,  ১২ ই ফেব্রুয়ারির মধ্যে সিলেট অঞ্চলের সুনামগঞ্জের নৌ-পথে অনিয়ম অব্যব্যস্থপনা থেকে নৌ শ্রমিকদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে শ্রমিকদের আন্দোলন শুরু হলে তাদেরকে দায়ী করা যাবে না।

##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656