


তৌহিদ চৌধুরী প্রদীপ
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে সোমবার (২১অক্টোবর) বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।
কর্মশালায় স্বাগত বক্তব্য ও সঞ্চালন করেন, ব্র্যাক সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী এ.কে. আজাদ । মূল প্রবন্ধ উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা করেন, এমআরএসসি কো-অর্ডিনেটর মো.নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর, ভীমখালি ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, সাচনাবাজার মো: মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, দেশ-প্রবাস সংগঠনে সভাপতি মো: নুরুল হক প্রমুখ।
বিদেশ ফেরত ও প্রতারিত অভিবাসীর অভিজ্ঞতার বর্ণনা করেন, জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের মো. মনিরুজ্জামান, উত্তর কামলাবাজ গ্রামের রহিমা খাতুন, লম্বাবাক গ্রামের ময়না বেগম, মানিগাঁও গ্রামের আবুল খায়ের আবেগে আপ্লুত হয়ে বক্তব্য প্রদান করেন।
অভিবাসনের বর্তমান চিত্র এবং বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় ও ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা আয়োজনে সহযোগিতা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর বলেন, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের এটি একটি ভালো উদ্যোগ। বিদেশ-ফেরত প্রতারিত অভিবাসীদের জন্য প্রয়োজনীয় আইনগত সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ব্র্যাক পরিচালিত সেবাখাতের অন্যান্য প্রকল্পের উপকারভোগীদের মধ্যে বিষয়টি ফোকাস করার জন্য তিনি ব্র্যাক সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
বক্তারা, অবৈধ পথে দালালদের খপ্পরে বিদেশে না গিয়ে সরকারী ভাবে যাবার পরামর্শ প্রদান করেন। বিদেশ যাবার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট-ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক ব্যবসায়িক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামের এই প্রকল্প বাস্তবায়ন করছে।
## তৌহিদ চৌধুরী প্রদীপ


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

