
তৌহিদ চৌধুরী প্রদীপ।
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পূর্ব লম্বাবাঁক গ্রামে নতুন মসজিদ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের নতুন মসজিদ শুভ উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: হানিফ মিয়া।
প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সমাজসেবক মো: মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি আবুল খয়ের প্রমুখ।প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। আমাদের সরকারের আমলে সারা দেশে বিশেষ করে হাওর এলাকায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকারের আমলে এই পরিমাণ উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন পূর্বে সারাদেশে মডেল মসজিদের উদ্বোধন করেছেন। ইসলামী দ্বীন শিক্ষা প্রসারে ও মুসল্লিদের নামাজের সুবিধার জন্য এই মডেল মসজিদগুলো স্ব-স্ব এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় (জামালগঞ্জ-ধর্মপাশা -তাহিরপুর -মধ্যনগর) প্রধানমন্ত্রী নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ব্রিজ- কালভার্ট, বোরো ফসল রক্ষায় হাওরের বাঁধ বেড়িবাঁধ নির্মাণে ব্যপক উন্নয় হচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলের সহযোগিতা চাইলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জম হোসেন রতন এমপি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।