শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, জামালগঞ্জ প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল ৮টায় জামালগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে

আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের মূল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এসময় সাথে ছিলেন অফিসার ইনচার্জ ওসি মো: বন্দে আলী।

পরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও শেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভ্রা চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, ফায়ার সার্ভিস ইনচার্জ বিজয় সিং, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীস,সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো: মাসুক মিয়া ও ভীমখালি ইউনিয়ন চেয়ারম্যান আখতারুজ্জামান  প্রমুখ।

অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কন, খেলাধুলাসহ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, এনজিও ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656