জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলাধীন ফেনারবাক ইউনিয়নের রাজুপুর গ্রামে ৫০০ শতক জমি দান করেন সিলেট - সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য হাওর কন্যা এড,শামীমা আক্তার খানম,
উক্ত মাটি ভরাট কাজে উদ্বোধন কনের উপজেলা নির্বাহী জনাব কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও কবি ও সাহিত্যক সাবেক ছাত্রনেতা জনাব শাহরিয়ার চৌধুরী বিপ্লব,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব গোলাম জিলানী রাজু আফেন্দী, উপজলা প্রকল্প কর্মকর্তা এরশাদ হোসেন এছাড়া আরোও উপস্তিত ছিলেন ফেনারবাক ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি খোকন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের রইছ উদ্দিন,ফেনারবাক গ্রামের বিশিষ্ট মুরব্বী মিছবাউর রহমান,বদিউজ্জামাল সহ প্রমুখে,
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।