শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

জামালগঞ্জে শিক্ষক সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) বিকেলে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ.এন.এম. নুরুল আলম চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক সাফিজ উদ্দিন, গোলাম আল বেরুনী শুভ্র ও জয়ন্ত পাল এর যৌথ সঞ্চালনায় ইফতার পুর্ব আলোচনা সভায় শুরুতেই মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন, পরেশপাল স:প্রা:বি: সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান।

স্বাগত বক্তব্যে রাখেন, সভাপতি এ.এন.এম.নুরুল আলম চৌধুরী। সংগঠনের সাধারন সম্পাদক সাফিজ উদ্দিন তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন। পর্যায়ক্রমে প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল গাফফার তালুকদার, মোহাম্মদ আবু তাহের, আবুল লেইছ, শওকত আলী, সাহাবুূ্দ্দিন, রুহুল আলম। সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, আলী রাজা (রাজুমিয়া), আবুল কালাম, শাহজাহান রেজা, শহীদুর রহমান, শাজিদুর রহমান, শশাঙ্ক পুরকায়স্থ, ছানা কুমার দাস, রনো কুমার তালুকদার, জয়ন্ত পাল, কামারুল ইসলাম, মাহবুবুর রহমান, গোপন কুমার দাস, শেরে আলম প্রমুখ। সহকারী শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন – আলহাজ জাহানারা বেগম ও খাতিমুন নাহার প্রমুখ।

বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করে সকলকে ভাতৃত্ব বন্ধন অটুট রেখে চলার আহবান জানিয়ে মাহে রমজানের গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার তাৎপর্যের বিষয়ে আলোচনায় তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদকর্মীরা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, রহমত, বরকত ও মাগফেরাত কামনা করে মোনাত পরিচালনা করেন, জামালগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন নতুন পাড়া জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা ফরিদ আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656