রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতা কামরুল’র মতবিনিময় সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  সুনামগঞ্জের জামালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাচনাবাজারস্থ কেন্দ্রীয় জগন্নাথ জিউর মন্দির কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

এতে সভাপতিত্ব করেন জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী। তরুন সমাজকর্মী প্রসেঞ্জিত পাল চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অশোক তালুকদার, অব: প্রভাষক অখিল চন্দ্র তালুকদার, প্রভাষক মনোব্রত চক্রবর্তী ও ফজলুল করিম, সাচনাবাজার বনিক সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য্য শম্ভু ও সাধারণ সম্পাদক অজিত কুমার রায়,  অব: শিক্ষক জগৎজ্যোতি চক্রবর্তী, জেলা বিএনপির নেতা এড: মো: শাহীনুর রহমান শাহীন, শিক্ষক গোলাম সারোয়ার, রিপন তালুকদার,  সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল ” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে; আসন্ন শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বী সকলের জন্যই অগ্রিম উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, বাংলাদেশ আমাদের সকলের দেশ। আমরা সবাই বাংলাদেশী। এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রীস্টান সহ সকল ধর্মের বসবাসকারী লোকজন একে অন্যের ভাই, বন্ধু, প্রতিবেশী স্বজন হয়েই বসবাস করছি। ভবিষ্যতেও আমাদের এমন বন্ধনে অটুট থাকবো। আমকদের সমাজে হাতেগুনা কিছু দুষ্কৃতিকারী আছে তারা মানুষের কল্যান চায়না। ওরাই মুলত নিকৃষ্টতম, তারা সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টিকারী। আসন্ন শারদীয় দুর্গাপূজায় যদি কোন দুষ্কৃতিকারী বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করবো। তিনি বলেন, আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের শক্তি “তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলের সকল শ্রেণীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সনাতনধর্মের শারদীয় দুর্গোসৎবে তাদের পাশে থেকে প্রানবন্ত করতে হবে। তারা যাতে নির্বিগ্নে আনন্দমুখর পরিবেশে উৎসব পালন করতে পারে, সেজন্য প্রয়োজনে তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছেন। তাঁর এই বার্তা পৌঁছে দিতে আমি আজ আপনাদের পাশে এসে মতবিনিময় করছি।

কামরুজ্জামান কামরুল তার নিজ দলের নেতাকর্মীদের আহবান করে সনাতনধর্মের ভাইদের শারদীয় দুর্গাপূজার উৎসব পালনের যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহবান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656