রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

জামালগঞ্জ ফেনারবাঁক ইউপি’র নতুন ভবণের উদ্ধোধন করেন- পরিকল্পনামন্ত্রী। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৩নং ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের নব-নির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এর উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ এমএ মান্নান এমপি।

ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, বীরমুক্তি যোদ্ধা শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ। এছাড়া ও উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবেব সভাপতি আব্দুল আহাদ, নবনির্বাচিত ইউপি সদস্যগণ ও এলাকার বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এই ইউনিয়ন পরিষদ ভবনটি ৪ দলীয় জোট বিএনপির জামায়াত জোট সরকারের আমলে জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এই আসনের তৎকালীন সংসদ সদস্য নজির হোসেন এই ইউনিয়ন ভবনটি সংস্কার কাজ শুরু করলেও তৎকালীন চেয়ারম্যান রথীন্দ্র কুমার তালুকদার এই ভবনে কিছুদিন কার্যক্রম চালু রেখেছিলেন। পরবর্তীতে উন্নয়ন কাজ ব্যাহত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656