সিলেট অফিস: নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিশু দগ্ধ হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর জালালাবাদ ২২ নম্বর গলির পাবেল মিয়ার বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বহুতল ভবনের নিচতলায় হঠাৎ করে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এক শিশু দগ্ধ হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।