
নিউজ ডেস্ক:
মাহে রমজানের শেষ দিনে কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সদস্য ও জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি এবং ইকরা-বীচ হোটেলের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পক্ষ থেকে প্রায় ২০০ জন পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে টেকনাফ উপজেলাস্থ হ্নীলা ইউনিয়নের হ্নীলা পুরাতন বাজারে পথচারীদের মাঝে এইসব ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
মিজানুর রহমান মিজান বলেন জননেত্রী শেখ হাসিনার ভ্যানগাট হিসেবে আমি স্বেচ্ছায় মানুষের সেবার উদ্দেশ্যে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। তারই ধারাবাহিতায় এইসব কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।এছাড়া তিনি আরও বলেন আমাদের সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে যেন সমাজে যারা বিত্তবান আছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।