শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

টিম মোহনচূড়া’র উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন,,হাওড় বার্তা

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩ মে, ২০২১
  • ৯৩৬ বার পড়া হয়েছে

 

নিজেস্ব প্রতিবেদন

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন দামোধরতপী মাহমুদপুর গ্রামের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন 💚টিম মোহনচূড়া💚 এর উদ্যোগ ৩মে ২০২১ইংরেজি দামোধরতপী বাজারে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

এতে প্রায় ১৫০জন লোক মাঝে ইফতার বিতরণ করানো হয়। এর মধ্যে প্রায় ৫০টি পরিবার কে বাড়ি বাড়ি গিয়ে ইফতার দিয়ে আসে টিম মোহনচূড়া’র সদস্য’রা, এবং এলাকায় অসহায়, বয়স্ক পুরুষ মহিলা ৩০জন কে ইফতার দেয় বাড়ি বাড়ি গিয়ে টিম মোহনচূড়া’র সদস্যরা, এবং দামোধরতপী বাজারে প্রায় ৮০/৯০জন কে ইফতার করানো টিম মোহনচূড়া’র উদ্যোগে।

 

একজন ব্যক্তিকে প্রায় ১৫০/-ব্যয়ে ইফতার করায় টিম মোহনচূড়া।

টিম মোহনচূড়া উদ্ভাবক কে বি প্রদিপ হাওড় বার্তা কে জানান আমরা ২০২০সালের এপ্রিল মাসে এই সংগঠনটি প্রতিষ্ঠা করি।
গত বছর প্রায় ৫০হাজার টাকা ক্রয় করে ত্রাণ বিতরণ করি এলাকায়
এইবছর ও আমরা তার ধারাবাহিকতা রেখে এখন ১৫০জন লোক কে ইফতারের ব্যবস্থা করছি।
কিছুদিনের মধ্যে ত্রাণ বিতরণ করব আবার ও গরিব অসহায়দের মাঝে।

পরিশেষে আপনারা দোয়া করবেন আমরা এইরকম মহৎ উদ্যোগ চালিয়ে যেতে পারি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656