সিলেট অফিস : শহরতলী টুকেরগাঁও এলাকায় ট্রাক চাপায় রুবেল আহমদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে ইফতারের আগ মুহুর্তে এ ঘটনা ঘটে। এসম ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার নাম মাসুক মিয়া।তিনিও ওই এলাকার বাসিন্দা।
এসএমপির মুখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তাৎক্ষনিক আহতের নাম-পরিচয় জানা যায়নি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।