


জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে বেপরোয়া গতির ‘কুত্তা গাড়ি’ (ট্রলি) চাপায় অটোরিক্সার চালক ও এক শিক্ষিকা আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে জগন্নাথপুরের হবিবপুর আব্দুল তাহিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকতবর্তী এলাকায় এই দুঘর্টনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা স্থানীয় মশাজান আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শেফালী বেগম (৪৫) একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে মিরপুর এলাকা থেকে উপজেলা সদরের প্রশিক্ষণে অংশ নিতে আসছিলেন। হবিবপুর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা একটি বেপোয়ারা ‘কুত্তা গাড়ি’ অটোরিক্সাকে চাপা দেয়। অটোর চালক কেশবপুরের লেবু মিয়া (৪০) ও যাত্রী শিক্ষিকা শেফালী বেগম আহত হন। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

