শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ যাত্রী নিহত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক আনোয়ার হোসেন (৩০) ও যাত্রী মোহিত মিয়া (৩৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আশ্রব আলী (৩৫) নামের আরও একজন।

আজ সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে,গতকাল সোমবার রাতে উপজেলার শ্যামগঞ্জ থেকে ২জন যাত্রী নিয়ে একটি সিএনজি উপজেলার জারিয়া এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।নিহত আনোয়ার হোসেন উপজেলার জালশুকা গ্রামের মজিবুর রহমানের ও মোহিত মিয়া জারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহত দুইজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656