মো.আব্দুল্লাহ আল যোবায়ের শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি আভিযানিক দল শুক্রবার (২৮ জানুয়ারী) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার রাজঘাট ইউনিয়নের বার্নিশবাড়ী এলাকার জয়শীলের বসত ঘর থেকে নিষিদ্ধ ২৩ বোতল KNIGHT RIDER (PREMIUM VODKA) সহ পবন ভূমিজ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আর এ বিষয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান আমাদের জানান গ্রেফতারকৃত পবন ভূমিজ শ্রীমঙ্গল থানার পুটিয়া চা বাগান এলাকার মনিন্দ্র ভূমিজের ছেলে। আর আমরা মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যহত রাখব।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।