


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।
এরই ধারাবাহিকতায় শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকায় ডুমুরিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তালের চারা রোপন কর্মসূচি গ্রহণ করা হয। উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। উদ্বোধনের পর তিনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন, সহকারী কমিশনার (ভুমি)
মোঃ মনিরুজ্জামান, ওবায়দুর রহমান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিজন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

