
সাইফুল্লাহ বিন মোস্তফা
নিজস্ব প্রতিবেদক : নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণে ঐক্যন্তিক চেষ্টা'' এই প্রতিপাদ্য হৃদয়ে ধারণ করে তরুণ সংঘ গোবিন্দনগর পশ্চিমপাড়ার উদ্যোগে ৫ম বার্ষিকী ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ই মার্চ) এলাকার মুর্দেগানের রুহানির মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ বিন মোস্তফা।
রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। তিনি রামাদ্বানের তাৎপর্য ও মুসলিম উম্মাহের প্রতি রামদ্বান মাসে বেশি বেশি আমল করার আহব্বান করেন। তাছাড়া মতিউর রহমান, ফখরুল ইসলাম, আব্দুল করিম এনাম, নুর ইসলাম, সংগঠনের নেতাকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এলাকার দেশ ও প্রবাসী বাংলাদেশির অর্থয়ানে তরুণ সংঘ প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন সহ, এলাকার উন্নয়নে সামাজিক, সেবামূলক কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।