শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

তসিবা’র কন্ঠে আসছে ‘নয়া কইন্যা’- হাওড় বার্তা

বিনোদন ডেস্ক:
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৯২১ বার পড়া হয়েছে

হাওড় বার্তা:

কোটি ভক্তের হৃদয়ে সাড়া জাগানো ‘নয়া দামান’ গানের সেই জনপ্রিয় শিল্পী তসিবা এবার আসছেন ‘নয়া কইন্যা’ গান নিয়ে

 

দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগানো, সিলেটের আলোচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা বেগম নয়া দামান গানের পর এবার ‘নয়া কইন্যা’ শিরোনামে একটি নতুন চমক হিসেবে চমৎকার একটি গান নিয়ে আসছেন। আগামী রোববার (৩রা অক্টোবর) রাত ৯টায় মানিক চাঁন ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং করেছেন জীবন চন্দ্র দাস। গানটির কথা লিখেছেন লন্ডন প্রবাসী লেথক মানিক চাঁন । সুর ও সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। গানটিতে মডেল হয়েছেন এসকে তিশা।

গানটি প্রসঙ্গে শিল্পী তসিবা বেগম বলেন, ‘করোনার সময়ে গানটি করেছি। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গানটির কাজ করেছি। গানটির ভিডিওতে অনেক ভালো অভিনয় করেছেন আমার সহ শিল্পীরা। আশা করছি গানটি সবার ভালো লাগবে। দর্শক মহলে ভালো লাগলেই, এতেই আমাদের কষ্ট স্বার্থক হবে৷ সবাইকে গানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷

 

 

তানভীর আহমেদ/হাওরবার্তা ডটকম

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656