স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসন থেকে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিজান চৌধুরী।
শনিবার (১০ই জানুয়ারি) সকালে লিখিত বিবৃতিতে মিজান চৌধুরী জানান, সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দল ও দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
বিবৃতিতে তিনি বলেন, ছাতক ও দোয়ারাবাজারবাসীর ভালোবাসা ও সমর্থন তাঁর কাছে অত্যন্ত মূল্যবান হলেও দলীয় প্রধানের সিদ্ধান্তকে সম্মান জানানোই তাঁর দায়িত্ববোধের পরিচয়। তিনি মনোনয়ন প্রত্যাহারের এই সিদ্ধান্ত গ্রহণ করেন দলীয় ঐক্য ও স্বার্থের কথা বিবেচনা করে।
মিজান চৌধুরী আরও বলেন, এই সিদ্ধান্তে সমর্থকরা কষ্ট পেতে পারেন—এ বিষয়টি তিনি উপলব্ধি করেন। তবে অতীতে যেমন তিনি জনগণের পাশে ছিলেন, ভবিষ্যতেও ঠিক তেমনি পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন।
পরিশেষে তিনি ছাতক ও দোয়ারাবাজারবাসীসহ সকল সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।