
সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
তালা থানার বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে তালা থানার পুলিশ।
সোমবার ২৩ শে মার্চ রাতে তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) ইমন হাসান সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম কে হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত আসামি তালা থানার শিরাশুনী গ্রামের মৃত আব্দুল গনি মলঙ্গী, ছেলে শাহিদুল ইসলাম মলঙ্গী (২৪)গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা হয়েছে। তালা থানার মামলা নং- ১৬, তারিখ -২৪/০৫/২০২২।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন বলেন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা সাবধান সাবধান করেন। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে তার ধারাবাহিকতা একজন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।