শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

তালায় ভাঙ্গন বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের (যশোর) নির্বাহী প্রকৌশলী

মোঃ লিটন হুসাইন
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৭৬৭ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালার জেঠুয়া বাজারের অদুরে প্রবল স্রোতে কপোতাক্ষ নদের ভেড়ীবাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (যশোর)’র নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম।

বুধবার (৪ আগষ্ট) সকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান কে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি।

এরআগে তিনি তালা বাজারের মেলাখোলা ও খেশরার বালিয়া অঞ্চলের কপোতাক্ষ নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন এই নির্বাহী প্রকৌশলী।

এসময় পানি উন্নয়ন বোর্ড (যশোর)এর উপসহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ হোসেন জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু। জালালপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ রবিউল ইসলাম (মুক্তি), বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ইন্দ্রজীৎ দাশ (বাপী), , শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড (যশোর)’র নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম বলেন, যেভাবে নদীর ভাঙ্গন শুরু হয়েছে এখনই পদক্ষেপ না নিলে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। আজই বিভাগীয় নির্বাহী প্রকৌশলী স্যারের সাথে কথা বলে যতদ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656