রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

তালায় সরঞ্জাম সহ ২চুর আটক! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

তালা থানার বিশেষ অভিযানে উপজেলার খেশরা থেকে চুরি করা সরঞ্জাম দুই চোর আটক করেছে তালা থানার পুলিশ।

মঙ্গলবার তালা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্য আটক হয়েছেন তারা হলেন খেশরা ইউনিয়নে শ্রীমন্তকাটী গ্রামের মোক্তার মোড়লের পুত্র আবদুল্লাহ ওরফে ধুনা এবং মুড়াগাছা গ্রামের জিল্লা রহমানের পুত্র কাইয়ুমুল ইসলাম।

সূত্র মতে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ হুমায়ুন কবীর স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) চন্দন কুমার মন্ডল সঙ্গীয় অফিসার ফোর্সসহ তালা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন আটককৃত আসামিদের নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এবং তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656