
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্ৰামের খেয়া ঘাটের কপোতাক্ষ নদের চর হতে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, (২৩আগস্ট) সোমবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকার কপোতাক্ষ নদীর চর থেকে অজ্ঞাত এই নবজাতক কন্যা সন্তানের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধারণা অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতককে নদীতে ফেলে দিয়েছে।স্থানীয় এলাকাবাসী কানাইদিয়া-কপিলমুনির খেয়াঘাট সংলগ্ন কপোতাক্ষ নদীর চরে অজ্ঞাত এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ চর থেকে নবজাতক কন্যার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, স্থানীয় এলাকাবাসী কানাইদিয়া এলাকায় কপোতাক্ষ নদীর চরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নব-জাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য অজ্ঞাত নবজাতকে লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।