
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।
তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বিমাসিক সভা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই জুন) সকাল ১০টা উপজেলা পরিষদ হল রুমে লিগ্যাল এইড কমিটির দ্বিমাসিক সভা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও বিজ্ঞ সহকারী জজ মনিরুল ইসলাম,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস,তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,তালা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,সাংবাদিকবৃন্দ সহ কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।