
তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সকল পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন ক্ষেত্রে লকডাউন শিথিল করা হলেও মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা অব্যাহত রয়েছে।
মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও নৌঘাটে সচেতনতা মূলক প্রচারণার লক্ষে মাইকিং করা হয়। পরে পর্যটন কেন্দ্র ও নৌঘাটে মাস্ক বিতরণ করা হয়।
•সচেতনতা মূলক মাইকিং প্রচারণা (ভিডিও) দেখুন এখানে
স্বাস্থ্য বিধি অমান্য ও মাস্ক ব্যবহার না করার দায়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলা-উদ্দিনের নেতৃত্বে দুইটি পৃথক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের অভিযানে ১৪ জনকে ০৭ টি মামলায় মোট তিন হাজার একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির গণমাধ্যমকে জানান, সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় স্বাস্থ্য বিধি প্রতিপালনে এ ধরনের অভিযান আরও জোড়ালোভাবে পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন সুস্থ থাকুন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।