
কবিতা
- তাইজুল ইসলাম জুয়েল
বাবা যখনই মনে পড়ে তোমারই কথা
হৃদয়ের কোণে অশ্রু ঝরে আর হবে না বুজি দেখা!
এ ধরণীর সবচেয়ে ছিলে বড় আপন
আমায় নিয়ে দেখেছো তুমি দিবারাত্রি কতই না স্বপন!
শৈশব কালের স্মৃতিগুলো কাঁদায় যে খুব বেশী
তাইতো বাবা আজও তোমায় বড্ড ভালবাসি!
তুমি নাই ভুবনে ভীষণ একাকিত্ব লাগে-
ঘরে ফিরতে হতো যদি দেরি,
তুমি খবর নিতে সবার আগে।
কই গেলো রে আমার খোকা, আয় রে আমার কোলে
সেই বাবাকে কেমনে আমি থাকি এখন ভুলে!
মোর সুখের জন্য শরীর থেকে ঝড়াতে যে ঘাম-
শোধ হবে না কোনোদিনও
তোমার সেই কষ্টে ভরা ঘামের দাম!
বহুদিন ধরে দেখি না বাবার মিষ্টি মুখ
আজও ভুলতে পারি নি আমি, বাবা হারানোর শোক।
তোমার উপমা তুমি নিজেই, নয়তো অন্য কারও সমান….
আজকে আমি পাচ্ছি তাহারি প্রমাণ।
লিখতে গিয়ে তোমার কথা অশ্রু ঝরে টলমল।
তোমারই সব স্মৃতি, আজও চোখে ভাসে ঝলমল!
উৎসর্গ : ২০১৫ সালের মার্চ মাসের আজকে এই দিনে আমার "বাবা"দুনিয়ার মায়া ছেড়ে আমাদের ছেড়ে পরপারে পারি জমিয়েছেন।সকলে আমার বাবার জন্য দুয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন!
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।