শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দামোধরতপী প্যারাগন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরণী সম্পন্ন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান: “সুস্থ দেহ সুস্থ মন, মাদক ছেড়ে খেলায় চল” এই প্রতিপাদ্যটি ধারণ করে শান্তিগঞ্জের দামোধরতপী প্যারাগন ক্রিকেট ক্লাবের কর্তৃক টুর্নামেন্টর আয়োজন করা হয়।

২১শে জানুয়ারি হতে চলমান টুর্নামেন্টেটিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ৩২টি টিম অংশগ্রহণ করে। এবং উক্ত খেলায়  তিনটি পুরষ্কার ছিল। শনিবার ৯ই মার্চ প্রথম পুরষ্কার ফ্রিজের জন্য লড়াই করে দুই ফাইনালিস্ট প্যারাগন ক্রিকেট ক্লাব দামোধরতপী ও হেলাল হোসেন স্মৃতি ক্রিকেট ক্লাব মামদপুর। পিচ কিউরেটর নকুল সূত্রধরের সহযোগিতায় ও সাংবাদিক এস আই রেদুয়ানের ধারাভাষ্যকারে জাতীয় সংগীতের মাধ্যমে ফাইনাল খেলা শুরু হয়।

প্রথমে টস জিতে হেলাল হোসেন স্মৃতি ক্রিকেট ক্লাব মামদপুর ১০ ওভারে ১০৬ রান সংগ্রহ করে। তার জব্বাবে প্যারাগন ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানদের অসাধারণ নৈপূণ্যে সহজেই জয় তুলে নেয় প্যারাগন ক্রিকেট ক্লাব দামোধরতপী।

খেলা শেষে দামোধরতপী ও মামদপুর গ্রামের মুরুব্বিয়ানের উপস্থিতিতে সমুজ আলীর সভাপতিত্বে কেবী প্রদীপ দাশের উপস্থাপনায় পুরষ্কার বিতরণী অনুষ্টান শুরু হয়। এতে বক্তব্য প্রদান করেন  ইরান উদ্দীন, সাবুল মিয়া, মফজ্জুল আলী, আকবর আলী, শুনুর আলী, আজির উদ্দীন মেম্বার, আতাউল হোসেন, এম এ কাশেম, প্রমুখ।

দামোধরতপী ক্রিকেটের মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্যারাগন ক্রিকেট টিমের পক্ষ হতে জয়নাল আবেদীন, আফরোজ মিয়া, রাসেল আহমেদ ও মইন উদ্দীন-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।আমন্ত্রিত অতিথিরা দাতা সদস্য ওবায়দুল হক মিলন, সুরেঞ্জিত মজুমদার, জোবায়ের আহমেদ, হাসনাত আহমেদ কুতুব ও রিপন রহমানকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

শান্তিগঞ্জ থানার এস আই পূর্বপাগলা ইউনিয়নের বিট অফিসার জনাব সুব্রত কুমার দাস বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ” খেলাধুলা হচ্ছে মেধাবিকাশের অন্যতম এক পন্থা। এর মাধ্যমে যুবকরা মাদক,জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে।খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ মনোভাব জেগে উঠুক এই প্রত্যাশা রইলো সবার প্রতি।

খেলার আয়োজকদের মধ্যে অন্যতম শাহীন আহমদ ও অসীম সূত্রধর বলেন “এই খেলা নিয়ে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তারপরেও সবার সহযোগিতায় সকল বাধা অতিক্রম করে আমরা  এলাকাবাসীকে একটা সুন্দর টুর্নামেন্ট উপহার দিতে পেরেছি। এতেই আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। এতে প্যারাগনের সদস্য রাজ্জাক,শেরোয়ান, সুপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656