দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওড়ে বজ্রপাতের ঘটনায় হাবিবুর রহমান (৭৫) নামে এক কৃষক আহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি হাওরে ধান কাটতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তাকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন কৃষক এবং হাওড়ের ধান কাটার মৌসুমে প্রতিদিনের মতোই মাঠে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি আহত হন।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বজ্রপাত থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।