


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চানপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দিরাই উপজেলা শাখার সহসভাপতি গোপাল চন্দ্র দাশ। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
গোপাল চন্দ্র দাশ এক মেয়ে, চার ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে উদীচীর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, দিরাই উদীচীর সভাপতি মনোজ কান্দি পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক অনুপম দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রবীণ এই সংস্কৃতিকর্মীর মৃত্যুতে দিরাইয়ের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

