


রাজীব দাস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার হাইস্কুল রোডের ধানের আড়তগুলো বোরো মৌসুমে জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ধান কেনাবেচা, পরিবহন ও মজুদের ব্যস্ততা। কৃষক, আড়তদার, পরিবহন শ্রমিক ও ধান ওঠানামায় নিয়োজিত শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
প্রতিদিন কৃষকের হাজার হাজার মণ ধান এখানে ক্রয়-বিক্রয় হচ্ছে। ট্রাকভর্তি ধান দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি আড়তদাররাও নিজেদের গুদামে ধান মজুদ করছেন। বছরের অধিকাংশ সময় যেখানে আড়তগুলো প্রায় নিস্তরঙ্গ থাকে, সেখানে এখন প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে দিরাই হাইস্কুল রোড। এটি দিরাইয়ের চিরায়ত একটি মৌসুমি চিত্র।
তবে সরেজমিনে দেখা গেছে, আড়তের আশপাশের সড়কে এলোমেলোভাবে যানবাহন পার্কিং করার কারণে যান চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা বলছেন, আড়ত মালিকরা যদি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, তাহলে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।
স্থানীয় কৃষক ও শ্রমিকরা জানান, এ মৌসুমের ব্যস্ততা তাদের সারা বছরের আয়ের একটি বড় অংশ নিশ্চিত করে। তাই নিরাপদ ও সুসংগঠিত পরিবেশের দাবি জানিয়েছেন তারা।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

