শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

দিরাইয়ে জমজমাট ধানের আরৎ: ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

রাজীব দাস

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার হাইস্কুল রোডের ধানের আড়তগুলো বোরো মৌসুমে জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ধান কেনাবেচা, পরিবহন ও মজুদের ব্যস্ততা। কৃষক, আড়তদার, পরিবহন শ্রমিক ও ধান ওঠানামায় নিয়োজিত শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

প্রতিদিন কৃষকের হাজার হাজার মণ ধান এখানে ক্রয়-বিক্রয় হচ্ছে। ট্রাকভর্তি ধান দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি আড়তদাররাও নিজেদের গুদামে ধান মজুদ করছেন। বছরের অধিকাংশ সময় যেখানে আড়তগুলো প্রায় নিস্তরঙ্গ থাকে, সেখানে এখন প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে দিরাই হাইস্কুল রোড। এটি দিরাইয়ের চিরায়ত একটি মৌসুমি চিত্র।

তবে সরেজমিনে দেখা গেছে, আড়তের আশপাশের সড়কে এলোমেলোভাবে যানবাহন পার্কিং করার কারণে যান চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা বলছেন, আড়ত মালিকরা যদি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, তাহলে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

স্থানীয় কৃষক ও শ্রমিকরা জানান, এ মৌসুমের ব্যস্ততা তাদের সারা বছরের আয়ের একটি বড় অংশ নিশ্চিত করে। তাই নিরাপদ ও সুসংগঠিত পরিবেশের দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656