দিরাই প্রতিনিধি : ভাঙ্গাডহর নিবাসী জয় মহাপাত্রকে মারধর ও জোরপূর্বক বিষপানে হত্যার ঘটনায় অভিযুক্ত আমিরুল ইসলামকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ জানুয়ারি বিকাল ৩টায় দিরাই থানা পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহত জয় মহাপাত্রের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল মেম্বার, সাবেক মেম্বার শেখ ফরিদ, নিজাম উদ্দিন, রাইপদ মজুমদার, মনিন্দ্র মহাপাত্র, বাদল মহাপাত্র, হরিবল সরকার ও লিটন মহাপাত্র। বক্তারা বলেন, জয় মহাপাত্রকে পরিকল্পিতভাবে মারধর করে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী অপরাধ।
বক্তারা আরও বলেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রধান অভিযুক্ত আমিরুল ইসলাম গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।