
রাজীব দাস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাই শাল্লার জনপ্রিয় নেতা নাছির চৌধুরী এক সংবাদ সম্মেলনে নিজের পারিবারিক পরিস্থিতি ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “আমার পারিবারিক বিষয়গুলোকে অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে মিল নেই।”
তিনি দাবি করেন, তাকে জিম্মি করে রাখা বা চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। এসব অভিযোগ ভিত্তিহীন ও অসত্য।
নিজের মেয়েদের প্রসঙ্গে নাছির চৌধুরী বলেন, “এরা আমার সন্তান। সন্তান তো সন্তানই। আমি ওদের ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে।” তিনি আরও জানান, মেয়েরা যদি রাজনীতিতে আসতে চায়, তাহলে তাতে তার কোনো আপত্তি নেই।সংবাদ সম্মেলনে তিনি জানান, আজই তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছেন।
দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তারকে ডিভোর্স দেওয়ার বিষয়েও বক্তব্য দেন তিনি। শুরুতে তিনি বিষয়টিকে "আংশিক সত্য" বললেও পরে নিশ্চিত করেন যে ডিভোর্স হয়েছে এবং তার প্রমাণস্বরূপ কাগজপত্রও রয়েছে। পরিবারের সদস্যরাও ডিভোর্স সংক্রান্ত কাগজ দেখিয়েছেন। তবে পারভীন আক্তার অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তিনি ডিভোর্সের বিষয়টি মেনে নিচ্ছেন না এবং কাগজপত্র চ্যালেঞ্জ করবেন।
গতকাল সংবাদ সম্মেলনের শেষে নাছির চৌধুরী জানান, সন্ধ্যায় তিনি দুই মেয়েকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।