শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

দিরাই’য়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার!!

আলমগীর হোসাইন
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি। 

নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ হওয়া শিশু স্নিন্ধা দাশ (৯) এর লাশ পাওয়া গেছে। সোমবার দুপুর ১২ টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রননারচর গ্রামের জেলেরা নদীতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পায়। এরপর তারা লাশ উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। স্নিন্ধা দাশ শাল্লা উপজেলার কাসিপুর গ্রামের বিপ্রেস চন্দ্র দাশের বড় মেয়ে।

তথ্য সুত্রে জানা যায়, গত শনিবার (২২ অক্টোবর) মামার বিয়ে উপলক্ষে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জটিরচর গ্রামে মায়ের সাথে এসেছিলো স্নিন্ধা। রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে অন্য শিশুরা নদীতে সাঁতার কাটতে দেখে ছোট বোনের সাথে পানিতে নামে সেও। হঠাৎ নদীর পানিতে সে ডুবে যায়। তাৎক্ষণিক বাড়ির এক মহিলা স্নিন্ধার ছোট বোন মনোশ্রীকে পানিতে দেখতে পেয়ে তাকে পাড়ে তুলেন। ওই সময় সে জানায়, স্নিন্ধা পানিতে ডুবে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নি।

সংবাদ পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে শিশুকে উদ্ধারের চেষ্টা চালান। সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।স্নিন্ধা দাশ’র মামা দ্বৈপায়ন পুরকায়স্থ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দিরাই থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, আইনী প্রক্রিয়া শেষে স্নিগ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656