
রাজীব দাস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওড়ে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। কৃষকের মুখে হাসি, মাঠে-মাঠে শ্রমিকদের ব্যস্ততা আর গ্রামীণ ঐতিহ্যের উচ্ছ্বাস মিলে পুরো জনপদজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
চাপতির হাওর ঘিরে বিস্তীর্ণ জমিতে চাষ হয়েছে বোরো ধান। গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কৃষকরা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। এতে খুশি হাওরের কৃষক ও শ্রমিকেরা।
ধান কাটাকে কেন্দ্র করে হাওড় এলাকায় এক ধরনের মেলা-মুখরতা তৈরি হয়েছে। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী একত্র হয়ে ধান কাটায় অংশ নিচ্ছেন। কোথাও কোথাও আবার গান, ঢোল-বাদ্য আর ভোজনের আয়োজনও দেখা যাচ্ছে। এটি যেন শুধু ফসল তোলার কাজ নয়, বরং এটি একটি গ্রামীণ সংস্কৃতির মিলনমেলা।
স্থানীয় কৃষক রফিক মিয়া বলেন, "বছরজুড়ে এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার ধান ভালো হয়েছে, সবাই মিলে উৎসবের মতো কাটছি।"
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দিরাইয়ের হাওড়াঞ্চলে এবার বোরো ধানের আবাদ হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে। ফসল ঘরে তুলতে এখন গুরুত্বপূর্ণ সময়। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ এড়াতে দ্রুত ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে জোরেশোরে।
চাপতির হাওড়ের এই ধান কাটার উৎসব শুধু কৃষিকে ঘিরেই নয়, এটি যেন হাওড়বাসীর জীবনের একটি আবেগ ও সংস্কৃতির বহিঃপ্রকাশ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।