মোঃ নাঈম হোসেন, শাল্লা প্রতিনিধি:
শাল্লা উপজেলার সর্বস্তরের লোকজন সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শাল্লা উপজেলার বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া ।
সেই সাথে অতীত জীবনের সকল পাপ-কুলশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করে পুর্নতা লাভের আশায় মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে অনুশোচনা করা।
পবিত্র ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক - এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা ।
কেন্দ্রীয় নির্দেশে শাল্লা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তারণ্যের অংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছে থাকবে উল্লেখ করে তিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।