শহিদুল ইসলাম রেদুয়ান : শান্তিগঞ্জে হাওড়ের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ‘কিরণমালা’ ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে উপজেলার দেখার হাওড়ে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে মাছ ধরার জন্য ব্যবহৃত ৯০০টি অবৈধ কিরণমালা জব্দ করে সেগুলো শান্তিগঞ্জের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে প্রকাশ্যে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসকের নির্দেশনায় মাছের বংশবৃদ্ধি রক্ষা ও হাওরের পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “অবৈধ কিরণমালা ব্যবহার হাওড়ের জীববৈচিত্র্যের জন্য হুমকি। এ ধরনের জাল ব্যবহারে মাছের প্রজনন ব্যাহত হয়। তাই এগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যাদের জাল ধ্বংস করা হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি তাদের বিকল্প পেশায় যুক্ত হতে উৎসাহিত করা হবে।”
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন উদ্যোগ হাওর রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং পরিবেশবান্ধব মাছ শিকারকে উৎসাহিত করবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।